নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানউদ্দিনকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। ২৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওই বরখাস্তের প্রজ্ঞাপন আপলোড করা হয়। এর আগের দিন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী ওই প্রজ্ঞাপন জারি করেন।
জানা গেছে জন্ম নিবন্ধন ও ট্রেড লাইসেন্স খাতে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এই চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। এর আগে গণমাধ্যমে এহসানউদ্দিনের বিরুদ্ধে অনেক সংবাদ প্রকাশ হয়েছে।