আজ রবিবার, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জের আদালতে নূর হোসেন

অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামী নূর হোসেন । মঙ্গলবার (৩ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে তিনি হাজির হন। কিন্তু এ মামলার অপর দুই পলাতক আসামি হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন আদালত। বিশেষ ট্রাইবুনালে মামলা নং ৩/১৫। এই মামলায় পলাতক দুই আসামি হলেন, শাহজাহান ও সালাউদ্দিন। এসব তথ্য নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন।

জানা গেছে কঠোর নিরাপত্তায় নারায়ণগঞ্জে নিয়ে আসা হয়েছে ছিলো নূর হোসেনকে। হাজিরা শেষে আবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আদালতে নূর হোসেনকে বেশ হাস্যউজ্বল দেখা গেছে। তার মধ্যে চিন্তার কোনো ভাব ছিলো না। তিনি মোটা হয়েছেন।