আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

নাসিকের টেলি স্বাস্থ্য সেবা চালু

সংবাদচর্চা রিপোর্ট:

নগরবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকাকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে । চালু করা হয়েছে টেলি স্বাস্থ্য সেবা। খোলা হয়েছে ৯ টি হটলাইন। ৯ জন ডাক্তার নাগরিকদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্নের উত্তর এবং পরামর্শ দিচ্ছে।

সিদ্ধিরগঞ্জ অঞ্চলে (১-৯ নং ওয়ার্ড) ডাঃ নেহার হাসান তমাল  মোবাইল নং-০১৯১১-৪৪৮৭০৯, ড: ওয়াসেফুর রহমান মোবাইল নং-০১৬৭১-৪০৭১৬৯, ডাঃ ওয়াজেদুর রহমান মোবাইল নং- ০১৬৭৩-৬৫৭৯৪৫।

নারায়ণগঞ্জ অঞ্চলে (১০-১৮) ডাক্তার নিজাম আলী মোবাইল নং ০১৮১৯-২৪২৪৮৫, ডা: গোলাম মোর্শেদ মোবাইল নং ০১৬৭০৭৪৭৩৬২, ডাঃ আকিব জামান মোবাইল নং-০১৬৭০৬৯২৮৭২।

কদমরসুল অঞ্চলে ( ১৯-২৭ নং ওয়ার্ড) ডাঃ মশিউর রহমান অপু মোবাইল নং ০১৮১৯-৪৯৫৪২২, ডাঃ সাইফুল ইসলাম শাকিল মোবাইল নং ০১৮১৪-৪৭৭২৮১, ডাঃ ফারুক আহাম্মদ মোবাইল নং ০১৭১৭-২৯৯৮৯৩। এ সকল নম্বর ফোন করে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য নগরবাসীকে অনুরোধ করেছেন নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী।