বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডের ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক এলাকা হতে গ্রেফতার ৪ মাদক ব্যবসায়ীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন, কুষ্টিয়ার মো: বাচ্চু ইসলাম ,মালা বেগম, বন্দরের ইসলামের স্ত্রী লিপি বেগম , নারায়ণগঞ্জ শহীদ নগর এলাকার মৃত শহীদ হোসেনের স্ত্রী খাদিজা বেগম। প্রসঙ্গত গত ২২ ফেব্রুয়ারি মদনপুর বাসস্ট্যান্ডের ঢাকা -চট্টগ্রাম মহাসড়ক এলাকা হতে মোট ৯ হাজার ৭০ পিস ইয়াবাসহ আসামিদের গ্রেফতার করা হয়। এঘটনায় মামলা হয়েছে।