নারায়ণগগঞ্জ থেকে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৪ মার্চ মঙ্গলবার বিআইডব্লিউটিএ এর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জানা গেছে করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে লঞ্চ চলাচল করে । রুট গুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ ,নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর মতলব-মাছুয়াখালী ,হোমনা-রামচন্দ্রপুর, ওয়াবদা, সুরেশ্বর-নরিয়া ।