সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জে গেল চব্বিশ ঘণ্টায় করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭২ জনের। এতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। নতুন করে মারা গেছেন আরও একজন এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১৫২জন। আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৩২ জন।
বুধবার ১৩ই জানুয়ারি সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করে আক্রান্তের ১৪ জনের মধ্যে সিটি এলাকার ৭ জন, সদর উপজেলার ২ জন, সোনারগাঁ ২ জন ,রূপগঞ্জে ২ জন ও বন্দরে ১জন।
জেলায় এই পর্যন্ত মোট ৬৬ হাজার ৫৩৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ৮ হাজার ৩১৭ জন।