আজ শনিবার, ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে এলো দুলালী সুন্দরী

প্রথম বারের মতো নারায়ণগঞ্জে এসেছে দুলালী সুন্দরী। দেখতে অনেক সুন্দর । গায়ের রং বেগুনী। বৃহস্পতিবার দুলালী সুন্দরীকে দেখতে যান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এটা কোনো ব্যক্তি নয় । এটা বোরো জাতের একটি ধানের নাম । রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসের পরামর্শে মুড়াপাড়া ইউনিয়নের নগর এলাকায়  কৃষক কুদ্দুস চাষ করছে। খরচ কম।  এ জাতের ধান নারায়ণগঞ্জের অন্য কোনো উপজেলায় নাই। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা থেকে রূপগঞ্জে নিয়ে এসেছে উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম। নতুন এ জাতের ধান চাষে কৃষকদের উৎসাহিত করতে আজ নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ধানের বীজ দেখতে যান। তিনি কৃষকদের সাথে কথা বলেছেন। কৃষকদের পরামর্শ দিয়ে গোলাম দস্তগীর গাজী বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে কৃষক । ধান চাষ না হলে আমাদের না খেয়ে থাকতে হবে। আপনাদের সুখে দুঃখে আমি (গাজী)  আছি ।  আপনারা ধান চাষ করুন।  আপনারা কোনো সমস্যায় পড়লে আমাকে জানাবেন। আমি আপনাদের সহযোগিতা করব। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে কৃষি খাতে বিপ্লব ঘটেছে। নতুন নতুন জাতের ধান আবিস্কার হচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম ,মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন, কৃষক কুদ্দুস।

দুলালী সুন্দরী জাতের ধান চাষের  ব্যাপারে রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার তাজুল ইসলাম বলেন, কম পানিতে দুলালী সুন্দরী চাষ হয়। ১৪০ দিনে ফসল উৎপাদন হয় । বিঘা প্রতি  ১৫/২০ মণ ধান উৎপাদন হয় ।এনটি অক্সিজেন সমৃদ্ধ । চাউল দেখতে বেগুনী রং এর মতো।