সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জে জেলা জুড়ে ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাস চালু হবে। ইতোমধ্যে জেলার ৫টি বিদ্যালয় চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে রয়েছে আড়াইহাজার উপজেলার ৫৩ নং ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যায়ল, বন্দর উপজেলার ৪৮ নং একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , নারায়ণগঞ্জ সদর কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যায়ল , রূপগঞ্জ উপজেলার ৬৬ নং মঙ্গলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ,সোনারগাঁ উপজেলার ৫ নং নানাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় । ডিজিটাল প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের আওতায় বিদ্যালয়গুলোর ডেকোরেশন,সংস্কার ও মেরামত করার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।