আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দৈনিক সংবাদচর্চা নিয়ে ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক:

গোটা নারায়ণগঞ্জ জেলায় দৈনিক সংবাদচর্চা’র পাঠক বেশী। এ নিয়ে পাঠক ও সুধী মহলে উচ্ছাস দেখা দিলেও একটি পক্ষ নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা হকার ভাইদের ভুল বুঝিয়ে সংবাদচর্চার অগ্রযাত্রার রুখতে চেষ্টা করছে। এতে ব্যর্থ হয়ে হকারদের পুলিশ দিয়ে হেনস্তা করেছে। যা দুঃখজনক বলে মন্তব্য করেছেন দৈনিক সংবাদচর্চা’র প্রকাশক ও সম্পাদক মো. মুন্না খান। তিনি বলেন, পাঠক ধরতে পত্রিকার মান বাড়াতে হয়। হকার ভাইদের সুখ-দুঃখে পাশে থাকতে হয়। নোংরা খেলা খেলে পত্রিকার সার্কুলেশন বাড়ানো যায় না।

দীর্ঘ দিন একটি পত্রিকা এ জেলায় সার্কুলেশনের দিক দিয়ে শীর্ষে অবস্থান করছিলো। দৈনিক সংবাদচর্চা প্রকাশ হওয়ার পর থেকে ওই পত্রিকার সার্কুলেশন দিনে দিনে কমতে থাকে। বর্তমানে সংবাদচর্চা এক নম্বরে আর ওই পত্রিকা এক নম্বর অবস্থান হারিয়ে এখন ২য় অবস্থান ধরে রাখতে পারছে না। কেননা ২য় অবস্থানে অন্য একটি পত্রিকা পৌছে গেছে।

এ অবস্থা দেখে ওই পত্রিকার প্রকাশক নোংরা খেলায় মেতে উঠেছে। কখনও তিনি হকারদের মধ্যে ঝগড়া বাধিয়ে দিচ্ছেন কখনও বা বাইরে সংবাদচর্চা’র অপপ্রচার করছে। একজনকে ডেকে কানে কানে বলছেন, অমুককে এত টাকা দিয়েছে তমুক। আবার তমুককে ডেকে বলছে, অমুককে টাকা দিয়েছে। এসব করেও যখন কোন লাভ হয়নি তখন তিনি হকার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছে। যা শুনে বিষ্মিত হয়েছে স্থানীয় গণমাধ্যম মহল। তবে প্রবীণ কয়েকজন সাংবাদিক বলেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ওই প্রকাশক কোন সময়েই কারও ভালো দেখতে পারে না। কারও সুখ দেখলে তার গা জ্বালা ধরে। কারও উন্নতি দেখলে তার কষ্ট লাগে।

এ বিষয়ে সংবাদচর্চা’র সম্পাদক মুন্না খান বলেন, সংবাদচর্চা’র উন্নতিতে ঈর্ষাম্বিত হয়ে ওই ব্যক্তি নানা ধরনের ষড়যন্ত্র করছে। জাতীয় পর্যায়ে গিয়েও সম্প্রতি সে স্থানীয় পর্যায়ে একটি ছোট সংগঠনের নেতা হয়েছে। মুন্না খান বলেন, কেউ কেউ উপর থেকে নীচে নামতে ভালোবাসে। যার যার মানসিকতা। তিনি বলেন, যত ষড়যন্ত্রই হউক মহান আল্লাহর রহমত, পাঠকের ভালোবাসা আর হকার ভাইদের সহযোগীতা থাকলে সংবাদচর্চা’র উন্নতি রোধ করা কারও পক্ষেই সম্ভব নয়।

সংবাদচর্চাকে ঢাকার পত্রিকা আখ্যা দেয়ার বিষয়ে তিনি বলেন, এ হলো শীর্ণ মানসিকতার কথা। নারায়ণগঞ্জের সব পত্রিকাই ঢাকায় ছাপা হয়। ঢাকা দেশের রাজধানী। এখান থেকে ডিক্লারেশন নিলে সারা দেশে পত্রিকা প্রচার করা যায়। তা হয়তো কেউ কেউ জানে না।