আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের সকল গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করছে:এমপি গাজী

দেশের সকল গণমাধ্যম

দেশের সকল গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করছে:এমপি গাজীদেশের সকল গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: দেশের সকল গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

তিনি আজ রূপগঞ্জ প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের  ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে বলেন,বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

গোলাম দস্তগীর গাজী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করতে হবে।যা সত্য তা তুলে ধরতে হবে।দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা ব্যাপক।

আলোচনা সভাশেষে কেক কাটা হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে ও যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলনের সঞ্চালনায়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন,  সাধারন সম্পাদক মোস্তাাফিজুর রহমান শাহিন, সহসভাপতি শামীম মাহবুব,

প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাজী মোঃ খলিল সিকদার, সিনিয়র সহসভাপতি মকবুল হোসেন, সাংবাদিক সাত্তার আলী সোহেল,জিএম শহিদ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারন সম্পাদক সেলিনা আক্তার রিতা প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ