আজ বৃহস্পতিবার, ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশনেত্রী আজ কারাগারে-রোজেল

দেশনেত্রী কারাগারে

দেশনেত্রী কারাগারে

 

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্বেচ্ছা সেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু সহ আটককৃত নেতাদের নিঃশর্তে মুক্তির দাবীতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সামনে বিক্ষোভ সমাবেশ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।
শুক্রবার (২০ এপ্রিল) সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদ হাসান রোজেল এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জাহিদ হোসেন রোজেল বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীরা কারাগারে দুর্বিসহ জীবন যাপন করছে। শুধু তাই নয় বিএনপি করার অপরাধে অনেক নেতা সরকারে মিথ্যা মামলার শিকার হয়ে আজ কোর্ট চত্ত্বরে হাজিরার হয়রানী হচ্ছে। কারণ আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগনের অদিকার আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রামে আছি। আমরা স্পষ্ট ভাষায় সরকারকে বলে দিতে চাই অনতি বিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শফিউল বারী বাবু সহ আটককৃত নেতা কর্মীদের মুক্তি দিতে হবে। নতুবা আগামীতে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।