নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্যর নির্বাচনি এলাকায় বরাদ্ধকৃত টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ,কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জের গোদনাইল লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োন করা হয়।
সোমবার বিকাল ৪টায় বিদ্যালয় ভবনে আয়োজন করা হয় অনুষ্ঠানটির।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহি কমকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান জনাবা সালমা ওসমান লিপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক নূর আলী, নাসিক ১০,১১,১২ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মিনোয়ারা বেগম, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশ্রাফী।
প্রধান অতিথির বক্ত্যব্যে সালমা ওসমা লিপি বলেন, বর্তমান উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে। বর্তমান সরকারের আমলেই বাংলাদেশে অভাবনীয় উন্নয়ণ হয়েছে। নিজ অর্থায়নে দেশে পদ্মাসেতুর কাজ চলছে। যা ছিলো কল্পনাতিত। মহাকাশে এখন বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট আছে। শিক্ষাখাতে উন্নয়ন হয়েছে। এককথায় বাংলাদেশ প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই সরকারের হাত ধরেই ডিজিটাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকেই নির্বাচিত করতে হবে। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আরো বলেন, বিদ্যালয়ে শুধু আধুনিক শিক্ষা উপকরণ থাকলেই হবে না। এই উপকরনের সঠিক ব্যাবহার করে শিক্ষার মানকেও বাড়াতে হবে। নিজের শিক্ষার মান বাড়লে বিদ্যালয়ের শিক্ষার মান বাড়বে। আর বিদ্যালয়ের শিক্ষার মান বাড়লে বিদ্যালয়ের উন্নয়নও সহজভাবে এগিয়ে যাবে।