আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-২

দুই ট্রাকের সংঘর্ষ

দুই ট্রাকের সংঘর্ষ

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন আহত হয়েছে। রবিবার (১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় নাসিক ৮নং গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকাস্থ শারমিন রি-রোলিং ষ্টীল মিলের সামনে এ ঘটনাটি ঘটেছে। এসময় ডিএনডি প্রজেক্টের একটি ড্রাম ট্রাকের (ঢাকা মেট্টো ঢ-১১-৩৩৭৩) অজ্ঞাত চালক গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩’শ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে নারায়ণগঞ্জ থেকে একটি বালুবাহী খালি ট্রাক (মোমেনশাহী-ট-২০০৯) শিমরাইল মোড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে গোদনাইল ভুঁইয়াপাড়া এলাকাস্থ শারমিন রি-রোলিং ষ্টীল মিলের সামনে এসে পৌছলে নারায়ণগঞ্জ মুখী ডিএনডি উন্নয়ণ প্রকল্পের একটি ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকটির সামনের চাকা দু’টি বিচ্ছিন্ন হয়ে ছুটে যায় এবং ড্রাম ট্রাকের সামনের শেপটি ভেঙ্গে চালক গুরুতর আহত হয়। এছাড়াও অপর একজন ব্যক্তিও আহত হয়। তাদেরকে উদ্ধার করে নারায়ণগঞ্জে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলাম জানায়, এ ঘটনায় দু’টি ট্রাক আটক রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।