আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অপহরণের ৫ দিন পর কিশোরী উদ্ধার

দিন

অপহরণের ৫ দিন পর কিশোরী উদ্ধার দিনসংবাদচর্চা ডেস্ক:

রূপগঞ্জ থেকে অপহরণের পাঁচদিন  কিশোরী ফারজানা আক্তার সুমিকে সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলার নুরন্দী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরনের ঘটনায় রাকিব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ১১ জানুয়ারী সকালে উপজেলার মাসুমাবাদ এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল।এ ব্যাপারে ওই কিশোরী মা তাহমিনা বেগম একটি অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন কিশোরীর মায়ের বরাত দিয়ে জানান, উপজেলার পাচাইখা এলাকার রাকিব নামে এক যুবক ফারজানা আক্তার সুমিকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ফারজানা আক্তার সুমি বিষয়টি তার বাবা শহিদুল ইসলামকে জানান। শহিদুল ইসলাম তার মেয়েকে বিরক্ত করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে রাকিব ফারজানা আক্তার সুমিকে অপহরণ করে নিয়ে যাবে বলে হুমকি ধামকি প্রদান করেন।

এসময় রাকিবকে আটক করা হয়। এ ব্যাপারে রাকিব বলেন, ফারজানা আক্তার সুমি ও রাকিব দুজনেই একে অপরকে ভালবেসে ৩ মাসে আগে বিয়ে করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

অপহৃত ফারজানা আক্তার সুমি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রাজনগর এলাকার শহিদুল ইসলামের মেয়ে। বর্তমানে তারা উপজেলার মাসুমাবাদ এলাকায় বসবাস করে আসছে। স্থানীয় কিশোরী মিঠাব আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী।