আজ মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদপুর নির্বাচন, ৪ জনের মনোনয়ন বাতিল

সংবাদচর্চা রিপোর্ট: আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোননয়ন পত্র বাছাই করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার ( ২৬ সেপ্টেম্বর) রূপগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই করেন উপজেলা নির্বাচন অফিস। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান।

নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছিলো। তার মধ্যে চেয়ারম্যান পদে ২ জনের মনোনয়নপত্র বৈধ । সাধারণ সদস্য পদে ৩ জন পুরুষের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ১ জন মহিলার মনোনয়ন পত্র বাতিল হয়েছে। নারী -পুরুষ মিলে সদস্য পদে মোট ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। মোট ৫১ জনের মনোনয়ন পত্র বৈধ ।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর শনিবার। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর। ভোট গ্রহণ ২০ অক্টোবর মঙ্গলবার। দাউদপুরে প্রায় ৩৩ হাজার ভোটার রয়েছে। এবারের নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না।  সাবেক দুই চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছে। তারা হলেন  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ আহমেদ টুটুল ।  সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।