ত্রিপুরায় লেনিনের মূর্তি উচ্ছেদ, সিপিএমের কর্মীদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ
সংবাদচর্চা ডেস্ক:
সম্প্রতি রাজ্য বিধানসভার ভোটে হেরে যায় ক্ষমতাসীন দল সিপিএম। জয় পায় কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা বিজেপি।বিজেপির জয়ের পরপরি সিপিএম কর্মীদের মারপিট বাড়ি ঘরলুটসহ ত্রিপুরায় লেনিনের মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
ত্রিপুরা সিপিএমের অভিযোগ, বিজেপি ও তাদের জোটসঙ্গীরা এ কাণ্ড ঘটিয়েছে।দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার কলেজ স্কয়ারে রুশ বিপ্লবের নায়ক ভ্লাদিমির লেনিনের মূর্তিটি গত সোমবার বিকেলে ভেঙে ফেলা হয়।
ভিডিওতে দেখা যায়, মূর্তিটি ভাঙার সময় ভারত মাতার নামে স্লোগান দেওয়া হয়। মূর্তিটি ভেঙে সেখানে বিজেপির পতাকা টানানো হয়। ওই সময় যারা মূর্তিটি ভাঙছিল, তাদের গেঞ্জিতে ‘চলো পাল্টাই’ স্লোগান লেখা ছিল।
কিছুদিন আগে ত্রিপুরায় নির্বাচনী প্রচারে গিয়ে ওই মূর্তিতে ফুলও দিয়েছিলেন সিপিএম নেতা প্রকাশ কারাট। ত্রিপুরা বামদের কাছে এই মূর্তি নিয়ে আলাদা আবেগ রয়েছে। এবারে সেই আবেগেই আঘাত পড়ল।
এর আগে ত্রিপুরার ভোটের ফল ঘোষণার পরই আগরতলা বিমানবন্দরের কাছে কার্ল মার্কসের একটি মূর্তিও ভাঙা হয় বলে অভিযোগ রয়েছে। ত্রিপুরা রাজ্যজুড়ে এ ধরনের ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। সিপিএমের অভিযোগ, ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বিজেপি সমর্থকদের পাশে রয়েছেন।
দীর্ঘ ২৫ বছরের শাসনকালের ইতি টেনে ত্রিপুরায় বিজেপি বিপুল জয় পাওয়ার পরেই রাজ্যের বিভিন্ন এলাকায় হিংসা ও ভাঙচুরের ঘটনা ঘটে চলেছে।
সিপিএমের অভিযোগ, ত্রিপুরার বিভিন্ন স্থানে সিপিএমের কর্মী-সমর্থকদের মারধর করছে বিজেপি। বিজয় উল্লাসের নামে ছড়ানো হচ্ছে হিংসা। সিপিএমের বিভিন্ন দপ্তরেও করা হচ্ছে অগ্নিসংযোগ। এই ঘটনায় ত্রিপুরা রাজ্য সিপিএমের সম্পাদক বিজন ধর বিজেপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পশ্চিম ত্রিপুরায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।