আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তীব্র গরমে অতিষ্ঠ না’গঞ্জবাসী

তীব্র গরমে অতিষ্ঠ

তীব্র গরমে অতিষ্ঠ

 

নিজস্ব প্রতিবেদক:
তীব্র তাপদাহে পুড়েছে নারায়ণগঞ্জ। তাপদাহে অতিষ্ঠ নগরবাসীর জনজীবন। সেই সঙ্গে বিদ্যুতের ঘনঘন লোড শেডিং, রাস্তায় জ্যাম সব মিলিয়ে ঘরে বাইরে প্রচ- গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে নারায়ণগঞ্জবাসী।
শনিবার (৯ জুন) জেলাজুড়ে দাবদাহে পুড়ছে মানুষজন। বাসায় থাকা নারী ও শিশুদের নাভিশ্বাস উঠেছে প্রচ- গরমে। এছাড়া সড়কে যানজটে পরে নাকাল হচ্ছেন বাইরে বিভিন্ন কাজে বের হওয়া জনসাধারন।
তীব্র গরমে বিপর্যস্ত নারায়ণগঞ্জবাসী। তাপদাহ থেকে সুরক্ষায় নানা উপায় অবলম্বন করলেও কোনোভাবেই যেন রেহাই মিলছে না তাদের। প্রচ- গরমে তাই কদর বেড়েছে ফুটপাতের পানীয় বিক্রেতাদের। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শহরটিতে মার্কেট করতে আসা জনসাধারন।
একদিকে গরম আর অন্যদিকে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে মানুষ দুর্ভোগে পড়েছেন। গত কয়েকদিন ধরে প্রচ- গরমে পুড়ছে নারায়ণগঞ্জবাসী। গরমের হাত থেকে রক্ষার কোনো উপায় পাচ্ছেন না তারা।
মার্কেট করতে আসা বিভিন্ন মানুষজনের সাথে আলাপ করলে তারা জানায়, তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা তাদের। বৃষ্টির জন্য তারা সৃষ্টিকর্তার রহমত কামনা করছেন।
আবহাওয়া অধিদপ্তর বলছে, স্বাভাবিকভাবেই বছরের এ সময়টিতে তাপমাত্রা অনেক বেশি থাকে। তবে, এ বছর তাপমাত্রা বাড়ার হার আগের চেয়ে বেশি।
স্বাস্থ্যবিদরা বলছেন, প্রতি বছর তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেন বহু মানুষ। এছাড়াও, নানা ধরনের শারীরিক সমস্যারও সম্মুখীন হতে হয় এদেরকে। বিনা কারণে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ