আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তিন সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত

তিন সিটিতে আওয়ামী লীগের

তিন সিটিতে আওয়ামী লীগের

সংবাদচর্চা রিপোর্ট:

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী চূড়ান্ত হয়েছে।আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট বরিশাল সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে।

রাজশাহীতে আ.লীগের রাজশাহী মহানগরের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সিলেটে দলের সিলেট মহানগর সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং বরিশালে দলের বরিশাল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ দলীয় মনোনয়ন পেয়েছেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থিতা চূড়ান্ত করা হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।

এ সময় আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মতিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।

এছাড়া দেশের তিনটি উপজেলা, পাঁচটি পৌরসভা এবং ১০টি ইউনিয়ন নির্বাচনের দলের প্রার্থীও চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, বৈঠকে সর্বসম্মতভাবে তিন সিটির মেয়র এবং কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

এর আগে তিন সিটিতে মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী হয়েছিলেন ১২ জন। এছাড়া কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে দলের মনোনয়ন চান সাতজন। বৈঠকের শুরুতে এসব মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকারও নেওয়া হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ