আজ সোমবার, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

তিন নেতার স্মরণে মহানগর আ.লীগের দোয়া

নারায়ণগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম শামসুজ্জোহা, আলী আহাম্মদ চুনকা ও মফিজুল ইসলামের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের আয়োজনে ঐ তিন নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি বলেন প্রয়াত একেএম শামসুজ্জোহা, আলী আহাম্মদ চুনকা ও মফিজুল ইসলামদের মত নেতৃত্বদের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। নেতৃত্ব হবে এমন যে নেতৃত্ব হবে আস্থাশীল। তাহলেই দলের ভাবমূর্তি উজ্জল হবে আর রাজনীতি সন্ত্রাস মুক্ত হবে। নেতৃত্ব হতে হবে এমন যে নেতৃত্বে মানুষের আস্থা বাড়ে। দলের ভাবমূর্তি উজ্জল করতে হবে। আজ সংশোধন হওয়ার সময় এসেছে।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সহ-সভাপতি খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, কোষাধ্যক্ষ মোঃ কামাল দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না উপস্থিত ছিলেন ।