আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবোতে ডাকাতি

রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় নগদ পৌনে তিনলাখ টাকাসহ প্রায় ৪৮ ভরি স্বর্নালংকার লুটে নিয়ে যায় বলে খবর পাওয়া । শনিবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় ঘটে এ ঘটনা।

বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার তদন্ত ওসি এইচ,এম জসিম উদ্দিন। তিনি জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে । মামলা প্রক্রিয়াধীন । আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ব্যবসায়ী তানভীর শাহরিয়ার জানায়, তিনি নোয়াপাড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে। তিনি রাজধানীর ইসলামপুরে কাপড়ের ব্যবসার সাথে জড়িত। ব্যবসায়ীক কাজে তিনি শনিবার ঢাকায় বোনের বাড়িতে ছিলেন। ঐদিন গভীর রাতে ৭/৮ জনের একদল ডাকাত তার বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে তার মা মাহমুদা বেগম ও বোন জাকিয়া আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ডাকাতরা ঘরের ভিতরের তিনটি ষ্টীলের আলমারির তালা ভেঙ্গে নগদ পৌনে ৩ লাখ টাকাসহ প্রায় ৪৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

স্পন্সরেড আর্টিকেলঃ