সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়েছে । শনিবার ( ১৬ জানুয়ারি) সকাল ৮ টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। সবগুলো কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এবার ভোট হচ্ছে ৬ টি সাধারণ কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে। মোট প্রার্থী রয়েছেন ৩৬ জন। তার মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৬ জন। এ নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো লক্ষ্য করা গেছে আবার কিছু কেন্দ্রে খুবই কম ভোটার লক্ষ্য করা গেছে। ভোটারবৃন্দ তাদের আগ্রহ হারিয়ে ফেলছে। প্রার্থীরাও ভোটারদের প্রতি আগ্রহ দেখাচ্ছে না।
রূপগঞ্জ উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে তারাব পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ৬ টি স্ট্রাইকিং ফোর্স, র্যাব, ৩ প্লাটুন বিজিবি , সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে।
প্রসঙ্গত , তারাব পৌরসভার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪৩ টি , মোট ভোট কক্ষ ২৮২টি। প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ । মোট ভোটার সংখ্যা ৮৫ হাজার ২ শ ৬৯ টি। তার মধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ১ শ ৫১ জন, মহিলা ভোটার ৪১ হাজার ১শ ১৮ ভোট।
এদিকে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাছিনা গাজী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। এছাড়া তিনজন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। তারা হলেন, ১ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম মনির, ৪ নং ওয়ার্ডে আক্তার হোসেন, ৬ নং ওয়ার্ডে মাহাবুবুর রহমান জাকারিয়া।