আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তাদের সমর্থনেও হারল বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট:

জয় পাওয়ার অনেক বড় আশা নিয়ে মাঠে নেমেছিলো নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তারা নারায়ণগঞ্জ ছেড়ে ঢাকায় গিয়ে দিন রাত গণসংযোগ আর আলোচনা সভা করেছে। লক্ষ্য ছিলো তাদের নিজ দলের প্রার্থীদের বিজয়ী করতে জোড়ালো ভূমিকা রাখবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয় নি। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হেরে গেছে। কাউন্সিলর পদে নারায়ণগঞ্জের পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোতেও বিএনপির প্রার্থীরা হেরে গেয়ে। সেই ওয়ার্ডগুলোতে (৬৪, ৬৭ ,৬৮ ) নারায়ণগঞ্জ জেলা বিএনপির শীর্ষ নেতারা দায়িত্বও পেয়ে ছিলেন। কিন্ত তারা সফল হতে পারে নি। সফল হয়েছে ক্ষমতাসীন নারায়ণগঞ্জ  আওয়ামী লীগ। তারা ঢাকাকে সাপোর্ট দিয়েছে ভোটের দিনও। আরো পড়ুনঃ এক নজরে ঢাকা দক্ষিণে বিজয়ী হলেন যারা

বিএনপির প্রার্থীদের পক্ষে নারায়ণগঞ্জের যে সকল নেতারা প্রচারণা করেছে তাদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক  অধ্যাপক মামুন মাহমুদ,মহানগর বিএনপির সহ-সভাপতি এড.সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। তাছাড়া ছাত্রদল যুবদলের নেতারাও প্রচারণা করেছে। আরো পড়ুনঃ এক নজরে ঢাকা উত্তরে বিজয়ী হলেন যারা

 

স্পন্সরেড আর্টিকেলঃ