আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক নজরে ঢাকা উত্তরে বিজয়ী হলেন যারা

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম।

কাউন্সিলর পদে যারা জয়ী হয়েছেন: ওয়ার্ড-১ (উত্তর): আফসার উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪ (উত্তর): জামাল মোস্তফা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ (উত্তর): দেওয়ান আব্দুল মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১২ (উত্তর): মুরাদ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৪ (উত্তর): হুমায়ূন রশিদ জনি (স্বতন্ত্র), ওয়ার্ড-১৫ (উত্তর): সালেক মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৬ (উত্তর): মতিউর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৮ (উত্তর): জাকির হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৯ (উত্তর): মফিজুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২০ (উত্তর): মো. নাছির (আওয়ামী লীগ), ওয়ার্ড-২১ (উত্তর): মাসুম গণি তাপস (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২ (উত্তর): লিয়াকত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩ (উত্তর): শাখাওয়াৎ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪ (উত্তর): শফিউল্লাহ শফি (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৫ (উত্তর): আব্দুল্লাহ আল মঞ্জুর (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৯ (উত্তর): সলিমুল্লাহ সলু (স্বতন্ত্র), ওয়ার্ড-৩০ (উত্তর): আবুল কাশেম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩১ (উত্তর): শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি), ওয়ার্ড-৩২ (উত্তর): সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩ (উত্তর): আসিফ আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৪ (উত্তর): শেখ মো. হোসেন খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৫ (উত্তর): মোক্তার সরদার (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৬ (উত্তর): তৈমুর রেজা খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭ (উত্তর): জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ (উত্তর): শেখ সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ (উত্তর): শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ (উত্তর): নজরুল ইসলাম ঢালী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১ (উত্তর): ডা. মতিন (স্বতন্ত্র), ওয়ার্ড-৪২ (উত্তর): আইয়ুব আনসার মিন্টু (স্বতন্ত্র), ওয়ার্ড-৪৮ (উত্তর): আলী আকবর (বিএনপি), ওয়ার্ড-৪৯ (উত্তর): আনিসুর রহমান নাইম (স্বতন্ত্র), ওয়ার্ড-৫০ (উত্তর): ডিএম শামীম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৩ (উত্তর): নাসির উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৪ (উত্তর): জাহাঙ্গীর হোসেন যুবরাজ (আওয়ামী লীগ)।

সর্বশেষ সংবাদ