আজ শুক্রবার, ১২ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তরুণ প্রজন্মের প্রতি মান্নার আহবান

তাওসিফ মাইমুন: দেশ আপনাদের হাতে, আপনারাই আগামীর বাংলাদেশ গড়বেন বলে তরুণ প্রজন্মকে ভোটের লড়াইয়ের ময়দানে আসার আহবান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।

বুধবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তরুণ ভোটারদের উদ্দেশে মান্না এ কথা বলেন।

কোটা আন্দোলনে আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, তরুণরা রাষ্ট্র মেরামতের কাজ করেছিল। সত্যিই তরুণদের ওই আন্দোলন মানুষের কাছে আলোকবর্তিকা। তখন তরুণরা ভেবেছিল, সংঘবদ্ধ হলে অনেক কিছু করা সম্ভব। তাই বলছি, ওই আন্দোলনের সাহসে বলীয়ান হয়ে ভোটের ময়দানে আসুন। নিজের অধিকার প্রতিষ্ঠা করুন।

দেশবাসীর উদ্দেশে ধানের শীষের এই প্রার্থী বলেন, সাঁজ সকালে ভোট দেবেন, রায় বুঝে নিয়ে ঘরে ফিরবেন। এটা ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই। এবার জয়ী না হলে স্বৈরাচার জয়ী হবে। ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্বাচন ৩০ ডিসেম্বর। আওয়ামী লীগ এবারও জনগণকে ভয় দেখিয়ে, ভোট চুরি করে ক্ষমতায় যেতে চায়। এমন পরিস্থিতি হয়েছিল ১৯৭০ সালের নির্বাচনে, তখনও আমরা জয়ী হয়েছিলাম। এবার জয়ী না হলে, গণতন্ত্র থাকবে না।