আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা দুই সিটির ভোটের ফলাফল

ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। শেষ খরব পাওয়া পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি  করপোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ১১৫০  ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ইঞ্জি. ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। জাতীয় পাটির সাইফউদ্দিন মিলন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৫৯৩ ভোট। ইসলামী আন্দোলনের আবদুর রহমান হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট। দক্ষিণে মোট ভোট কেন্দ্র ১১৫০।

উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আতিকুল ইসলাম ১৩১৮ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকে ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির তাবিথ আওয়াল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২লাখ ৬৪  হাজার ১৬১ ভোট।  ইসলামী আন্দোলনের শেখ মো. ফজলে বারী মাসউদ হাত পাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ২০০  ভোট। সিপিবির আহাম্মদ সাজেদুল হক কাস্তে প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ১২২ ভোট। উত্তরে মোট ভোট কেন্দ্র ১৩১৮।