আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রাফিক পুলিশের ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ আলোর মুখ দেখেনি!

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক পুলিশের ব্যতিক্রম ধর্মী পদক্ষেপ রাস্তার উপর সব ধরনে যানবাহন পার্কিং ও দোকান বসানো নিষেধ করার বিষয়টা আলোর মুখ দেখেনি। আদেশ অমান্যকারীদের কারণে। নারায়ণগঞ্জবাসীকে ভাল রাখতে ও চলাচলে নির্বিঘœ রাখতে কত কি করছেন পুলিশ প্রশাসনের লোকজন।

অনেক কার্যক্রম তাদের ফলপ্রসু হলেও অনেক কার্যক্রম ব্যর্থতায় রূপ নিয়েছে। ট্রাফিক পুলিশের একটি উদ্দ্যোগ চোখে পড়ার মতো। নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ নামে পরিচিত এলাকাটি। এখানে পপুলার ডায়াগনষ্টিক সেন্টার এর পাশের রাস্তায় ট্রাফিক পুলিশ দেয়াল লেখুনির মাধ্যমে রাস্তার উপর সব ধরনের যানবাহন পার্কিং ও দোকান বসানো নিষেধ। আদেশ ক্রমে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ। কিন্তু ট্রাফিক পুলিশের এ দেয়াল লেখুনি বন্ধের কার্যক্রম আলোর মুখ দেখেনি। দেয়ালের একাধিকস্থানে ’রাস্তার উপর সব ধরনের যানবাহন পার্কিং ও দোকান বসানো নিষেধ। আদেশক্রমে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ’ লেখা থাকলেও এসব মানতে নারাজ এখানকার হকার ও আশপাশ এলাকার প্রতিষ্ঠানের কর্মজীবী মানুষ। আদেশ নিষেধ না মানার প্রবনতা সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রভাব ফেলছে বলে মনে করেন স্থানীয় লোকজন।

পুলিশ প্রশাসনের লোকজনের দেয়া আদেশ নিষেধ অমান্য করে মটরসাইকেল, অটোরিকসা, সিএনজি পার্কিং করতে দেখা গেছে। পুলিশ প্রশাসনের লোকজনের বিধি নিষেধের দেয়াল লেখুনি থাকার পরও রাস্তার উপর দোকান রয়েছে। এসব দেখে ওই এলাকার খোকন, সাহেল, আমজাদ, রাসেল বলছেন, আমরা এলাকার সাধারন মানুষ। আমরা বিশ্বাস করি প্রশাসনের লোকজন যদি কোন বিষয়ে ব্যবস্থা নেন তবে সে বিষয়ে আর অনিয়ম থাকে না। কিন্তু নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের সামনের দেয়ালের একাধিক স্থানে রাস্তার উপর সব ধরনের যানবাহন পার্কিং ও দোকান বসানো নিষেধ।

আদেশক্রমে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ থাকার পরও গতকাল সন্ধ্যায় সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ট্রাফিক নারায়ণগঞ্জ বক্তব্য জানতে দৈনিক সংবাদচর্চা অফিয়াল নাম্বার থেকে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন উঠান নি। তাই ট্রাফিক পুলিশের বক্তব্য দেয়া যায় নি।