সংবাদচর্চা অনলাইনঃ
কোরবানির ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ট্রলারযোগে আসতে শুরু করেছে গরু। যদিও এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে হাট বসানোর অনুমতি দেয়া হয়নি। তারপরেও থেমে থেমে শীতলক্ষ্যার পার দিয়ে ট্রলারে করে ধারাবাহিকভাবে গরু আসছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটের পাশ দিয়ে এক ট্রলার গরু আসতে। ঘাটে ট্রলারটি ভিড়তেই গরুগুলোকে টেনে নামায় ব্যবসায়ীরা।
জানা যায়, আসন্ন কোরবানির ঈদের জন্য নারায়ণগঞ্জে গরু নিয়ে এসেছেন ব্যবসায়ীরা। তারা জানান, অল্প সংখ্যক হলেও সারাদেশে হাট বসবে। যার ফলে সারা বাংলাদেশের ন্যয় স্বল্প গরু নিয়ে জেলায় আসা হয়েছে।
ব্যবসায়ীরা বলেন, করোনার জন্য এবার সীমিত পরিসরে হাট বসবে। কোন জেলাতেই হাট না বসানোর সুযোগ নেই। কারণ দেশে সবকিছুই এখন স্বাভাবিক। স্বাস্থ্যবিধি মেনে হাট বসানোর সুযোগ করে দিলে আসা করি কোন দূর্ঘটনা ঘটবে না। তাই আমরা দূর-দূরান্ত থেকে গরু নিয়ে আগে-ভাগেই চলে এসেছি।
তারা আরও বলেন, ব্যবসার জন্য নারায়ণগঞ্জ প্রসিদ্ধ। তাই এ জেলাতে আসা। এ বছর ভালো ব্যবসা হওয়ার সম্ভবনা না থাকলেও থেমে থাকা যাবে না। অনলাইন কিংবা স্বল্প পরিসর যেভাবেই হোক না কেনো আমরা প্রস্তুত আছি।