প্রেস বিজ্ঞপ্তি:
টিম খোরশেদ-১৩ ও টাইম টু গিভ এর ১০ দিন ব্যাপী বিনামূল্যে সবজি বিতরণ শুরু হয়েছে। সোমবার ১১ মে ছিল Time 2 Give ও Team Khorshed 13 vs Covid 19 এর যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে বিনামূল্যে সবজি বিতরণের ২য় দিন। সকাল ১০ টা থেকে সামাজিক দূরত্ব রক্ষা করে বৃহত্তর আমলাপাড়ার কেসি নাগ রোড,আইডিয়াল স্কুল,চৌরাস্তা,কেবি সাহা বাই লেন ও চাষাড়া রবিদাস পাড়ায় ৫টি স্পটে কমপক্ষে ১০০০ দুঃস্থ ও নিন্ম মধ্যবিত্ত্ব পরিবারের মধ্যে ১৩ মন সবজি বিতরণ করা হয়।
উল্লেখ্য বাংলাদেশে করোনা আঘাত হানার পর গত ০৮ ই মার্চ থেকে শুরু হওয়া সচেতনতা বৃদ্ধি স্যানিটাইজার তৈরী ও বিতরন, করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার,টেলি-মেডিসিন সেবা ও খাদ্য সহায়তার পাশাপশি ১০ দিন ব্যাপী ১০ হাজার পরিবারকে টাইম টু গিভ ও টিম খোরশেদ ১৩ যৌথ উদ্যোগে দিগুবাবুর বাজার থেকে নগদ অর্থে সবজি কিনে ১৩ নং ওয়ার্ড সহ মহনগরীর বিভিন্ন মহল্লায় বিনা মূল্যে দুঃস্থ জনগণের মাঝে বিতরণ শুরু করেছে। টিম খোরশেদ-১৩ এ প্রধান সমন্বয়কারী ও টিম লিডার এবং টাইম টু গিভ এর এডমিন প্যানেলের সদস্য কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও টাইম টু গিভ এর মুখপাত্র আহমেদ জিদান বলেন, যতদিন করোনা সংকট চলবে আমরা ততদিন বিভিন্ন উপায়ে আমরা যৌথ ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব ইনশা-আল্লাহ। ডিস্ট্রিবিউশনে সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,নারায়নগঞ্জ এর সদস্যরা।