আজ সোমবার, ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার পক্ষ থেকে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও পুস্পমাল্য অর্পন করেন। সকালে বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শহীদদের স্বরনে সমবেত হয় ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন ও মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সভাপতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড.আক্তারুল ইসলাম জিল্লু ,সহ-সভাপতি মসলেম আলী, সাধারন সম্পাদক হাফিজুর রহমান,প্রদীপ কুমার আধিকারী,সাজেদুর রহমান শিমুল,শাহিনুর রহমান,হারুন আর-রশীদ প্রমূখ।