আজ সোমবার, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলায় জেলেদের সরকারি চাউল এখনো বিতরন হয়নি

জেলেদের সরকারি চাউল

ভোলায় জেলেদের সরকারি চাউল এখনো বিতরন হয়নিজেলেদের সরকারি চাউল

ভোলা প্রতিনিধি: মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায়, মৎস্য বিভাগ কতৃক জেলেদের জন্য ৪০ কেজি করে চাউল বিতরনের কথা দিলেও সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জেলেরা এখনো পায়নি বরাদ্ধকৃত সেই চাউল।

স্থানীয় সূত্রে জানান, গত তিন সপ্তাহ আগে পূর্ব ইলিশা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ৬৪ মেট্রিক টন চাউল ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল সরকারি গোডাউন থেকে গ্রহন করে। কিন্তু এখনো পর্যন্ত চাউল বিতরনের কোন উদ্যোগ গ্রহন করেননি ইউপি চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়া। নিষেধাজ্ঞা দেওয়ার ১২দিন পার হলেও মিলছেনা জেলেদের নামে আসা চাউল। বিতরনের জন্য নেওয়া হয়নি কোন ব্যবস্থা।

এ বিষয়ে চেয়ারম্যান হাসনাঈন আহমেদ হাসান মিয়ার মোবাইলে একাদিকবার ফোন করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে গত শনিবার পূর্ব ইলিশা বাজারে স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত হওয়ার পর স্থানীয়রা তার কাছে এ বিষয়ে অভিযোগ তুলে ধরেন এবং বানিজ্যমন্ত্রী এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ