সংবাদচর্চা অনলাইনঃ
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, অপরাধী যত শক্তিশালী হোক, তারা মানষিক ভাবে দূর্বল। নারায়ণগঞ্জ জেলা পুলিশ নতুন ধারায় কাজ করতে যাচ্ছে। কোন বাহিনীর পক্ষে সম্ভব না একা অপরাধ দমন করা, তাই সকলের সহযোগীতা প্রয়োজন।
বৃহস্পতিবার বিকালে নগরীর ১৭নং ওয়ার্ডে আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর মডেল থানার ওপেন হাউজ দে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, থানায় জিডি বা মামলা করতে গেলে টাকা লাগে, এমন অভিযোগ যদি সত্য প্রমান করতে পারেন। যে টাকা নিবে, সে যত বড়ই হোক এ থানায় সে চাকুরী করতে পারবে না। সর্ষের ভিতর ভুত থাকে। আমাদের থানায় সব পুলিশ যে ভালো তা নয়, আপনারা একটা মাত্র প্রমান দিবেন আমরা তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবো।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানীর ঈদের পর আমরা কঠোর অবস্থানে যাবো। প্রতিটি এলাকায় মাদক সহ নানা অপকর্মের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হবে। সকলের সহযোগীতা থাকলে কোন মাদক ব্যবসায়ী আমাদের সঙ্গে পারবে না।
অতিথির বক্তব্যে ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, মাদক একটি পরিবার, একটি সমাজকে ধংষ করে দেয়। যে সমাজে মাদকের ছোবল থাকবে সে সমাজ কখনো উচু অবস্থানে যেতে পারবেনা। মাদকের মাধ্যমেই একজন যুবক ইভটিজিং সহ নানা অপর্কমে জড়িয়ে পরে। আমার ওয়ার্ডে জনগনকে সাথে নিয়ে আমি প্রায় ৯৫ভাগ মাদক ও ইভটিজার দুর করতে পেরেছি।
এ সময়ে তিনি তার এলাকায় দুটি পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানিয়ে বলেন, এই ওয়ার্ডে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হলে অপরাধ প্রবনতা কমবে। মাদক, ইভটিজারদের বিরুদ্ধে আমি আমার নিজস্ব অর্থায়নে নানা সহযোগীতা করতে প্রস্তুত আছি।
বিট পুলিশিং যদি যথাযত ভাবে চালু করা যায়, তাহলে পুলিশ জনগনের খুব কাছে যেতে পারবে।
এ সময়ে সময়ে আরও উপস্থিত ছিলেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, ডা. শাহনেওয়াজ প্রমুখ।