নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনায় হাজারো কর্মী-সমর্থক নিয়ে মিছিল সহকারে যোগ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীলীগের নেতারা।
শনিবার (২১ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ সভায় তাঁতীলীগের নেতাকর্মীরা বিভিন্ন-ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন। নেতাকর্মীদের হাতে শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনও শোভা পায়।
নারায়ণগঞ্জ কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক ভিপি আলহাজ্ব আলমগীর হোসেনের নেতৃত্বে মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে পৌছালে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম ঢালী, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন ভূইয়া ও কেন্দ্রীয় সদস্য এইচ এম ফারুক সাহেদ ও তপন সাহা তাদের স্বাগত জানান।
এসময় মিছিলে আরও উপস্থিত ছিলেন-মহানগর তাঁতীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মো: জাহাঙ্গীর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মোঃ নাজির হোসেন, মোঃ রবিন, ফতুল্লা থানা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মিলন মোল্লা, ফতুল্লা থানা তাঁতীলীগের সহসভাপতি সাইদুল ইসলাম সাইদ, মোঃ জালাল, কাশীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আতাউর রহমান আতিক, ফতুল্লা ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ স্বপন, মোঃ পলাশ, দেলোয়ার হোসেন, আক্তার হোসেন, মনির হোসেন, সাফায়েত উল্লাহ, শাকিল আহম্মেদ, সাগর আলী, নুরুল হক, বাবুল চৌধুরী, সাইফুর রহমান, হারুন প্রমুখ।