আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জেলা আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর দুই নম্বর রেলগেট সংলগ্ম জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, মুক্তিযোদ্ধা মিজানুর রহমাস বাচ্চু, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, ডা আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল,দপ্তর সম্পাদক এম এ রাসেল, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেত্রী সৈয়দা ফেরদৌসী আলম নীলা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য জসিম উদ্দিন, গোগনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর প্রমুখ। পরে  কেক কেটে নেত্রীবৃন্দ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন করে।

আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে আজকে আমরা স্বাধীন দেশ পেতাম না। তারই নেতৃত্বে দীর্ঘ নয় মাস যুদ্ধের পর এ দেশ স্বাধীনতা লাভ করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল। দেশকে স্বাধীন করতে গিয়ে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি কারা বরন করেছেন।

আব্দুল হাই বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু বলেছিলেন, এ দেশকে স্বাধীন করতে হলে আমরা রক্ত দিবো। তবুও এ দেশকে স্বাধীন করবো। তার এই বক্তব্যে হাজারো নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পরেন। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।

স্পন্সরেড আর্টিকেলঃ