নিজস্ব প্রতিবেদক:
সোনারগাঁ থানার একটি নাশকতার মামলায় দুই জেএমবি সদস্যের যুক্তিতর্ক শেষ হয়েছে এবং আগামী ১৮ এপ্রিল রায়ের জন্য নির্ধারণ করেছে আদালত।
বুধবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান দুই জঙ্গির উপস্থিতিতে যুক্তি তর্ক শেষে রায়ের দিন ঘোষনা করেন।
মামলা পরিচালনাকারী রাষ্ট্র পক্ষের কৌশলী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ বলেন, ‘বিগত ২০০৬ সালের ২৯ ডিসেম্বর টাঙ্গাইল থেকে গ্রেফতার হন জেএমবি সদস্য সাইফুল ইসলাম। সাইফুলকে গ্রেফতার করে তার দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জের সোনাগাঁ থানার কোনাবড়ি এলাকায় মফিজুল ইসলামের বাড়ির খাটের নীচ থেকে একটি নীল রঙের স্কুল ব্যাগ থেকে ১৯টি গেনেডের বডি ও ৩১ প্যাকেট পাওয়ার জেল (বিস্ফোরক দ্রব্য) উদ্ধার করে র্যাব-১১। এরপর র্যাব-১১ এর ডিএডি আ: সালাম বাদী হয়ে সাইফুল ইসলাম ও মফিজুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করেন।’
তিনি আরো জানান, ‘বুধবার দুই আসামীর উপস্থিতিতে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ৭নং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নানের আদালতে যুক্তি তর্ক শেষে ১৮ এপ্রিল রায়ের দিন ঘোষনা করেন আদালতের বিচারক। এ মামলায় রাষ্ট্রপক্ষের ১১ জন স্বাক্ষ্য দেন এবং আসামী পক্ষে সাফাই স্বাক্ষ্য দেন ৩ জন।’