আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬নং ওয়ার্ডে দোয়া ও ইফতারের আয়োজন

জিয়ার মৃত্যু বার্ষিকী

জিয়ার মৃত্যু বার্ষিকী

 

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ মে) বাদ আছর নাসিক ১৬নং ওয়ার্ডস্থ কাঠের দোতলা দেওভোগ বড় মসজিদে এ মিলাদ ও দোয়ায় ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এড. আবুল কালাম, সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।
এ দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা সহ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়। এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন
দেওভোগ বড় মসজিদের পেশ ইমান আলহাজ্ব মহিউদ্দিন কাফি।
আমিনুল ইসলাম মিঠুর উদ্যোগে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলো নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল নেতা আরাফাত চৌধুরী, মেহেদি হাসান, শাহিন শরিফ, আব্দুল হাসিব, শিশির, কাদির সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।
দেওভোগ বড় মসজিদের পাশাপাশি দেওভোগ খানকা রোড ও জল্লারপাড়া জামে মসজিদ সহ সর্বমোট ৬ শ’ রোজাদারের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।