সংবাদচর্চা রিপোর্ট:
অবশেষে আলোচিত জিসা মনি অপহরণ মামলায় তার স্বামী গ্রেপ্তারকৃত ইকবাল পন্ডিতের জামিন নামঞ্জুর করেছে আদালত। তবে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাওসার আলমের আদালত।
সোমবার সকালে আসামীকে আদালতে উপস্থিত করে রিমান্ড আবেদন করলে আদালত তার রিমান্ড নামঞ্জুর করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
এরআগে ২৫ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করা হলেও, তা দু’দিন পিছিয়ে ২৭ আগস্ট করা হয়েছিলো। পরবর্তীতে ২৭ আগস্ট শুনানী না হয়ে ৩১ আগস্ট রিমান্ড শুনানীর আদেশ দিয়েছিলেন আদালত।