নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক ও সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ৩ মাস ৩দিন কারাভোগ করে জামিনে মুক্তি পেয়েছেন। অন্যদিকে ১ মাস ২ দিন পর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাউসার আশা জামিনে মুক্তি পেয়েছেন।
১১ জুলাই বুধবার বিকালে তারা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসেন।
উচ্চ আদালতের নির্দেশে এর আগে কয়েকবার জামিন পেলেও তাকে বার বার শ্যোন এরেস্ট দেখানো হয়। এর মধ্যে গত সোমবার উচ্চ আদালত খোরশেদকে কেন বার বার গ্রেফতার করা হচ্ছে তা জানতে চেয়ে বিভিন্ন প্রশাসনিক দফতারকে কারণ দর্শায় হাইকোর্ট। পরে বুধবার বিকেলে খোরশেদ জামিনে মুক্তি পায়। এদিন তাকে স্বাগত জানাতে কারাগারের বাইরে প্রচুর নেতাকর্মী জড়ো হন।
একই দিন জামিনে মুক্তি পেয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাউসার আশা।
গত ১৯ মার্চ থেকে খোরশেদ ও গত ৯ জুন থেকে আশা কারাগারে ছিল। তাদের দুইজনকেই কয়েক দফায় রিমান্ড ও শ্যোন এরেস্ট করানো হয়।