আজ রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার উপর ডিসির গুরুত্বরোপ

প্রেস বিজ্ঞপ্তি: মঙ্গলবার ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২-৩০ মি: পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ, উদ্ভাবন এবং BDRIS সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত সমন্বিত অনলাইন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। প্রশিক্ষণে সাবেক সচিব কনসালটেন্ট মো: নজরুল ইসলাম,রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মানিক লাল বণিক, উপ-রেজিস্ট্রা্র জেনারেল (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এ.কে.এম. মাসুদুর রহমান, সাবেক অতিরিক্ত সচিব (কান্ট্রি কো-অর্ডিনেটর, ডিএফএইচ) মঈন উদ্দিন, উপসচিব (মন্ত্রিপরিষদ বিভাগ) মোহাম্মদ শহিদুল ইসলাম, উপপরিচালক (উপসচিব, স্থানীয় সরকার) মোহাম্মদ মনিরুজ্জমান বকাউল, সহযোগী অধ্যাপক ডা: শাহ আলী আকবর আশরাফী, সহকারী প্রোগ্রামার অনুপিয়া বড়ুয়াসহ সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব, উদ্যোক্তা এবং উপজেলা জন্ম ও মৃত্যু টাস্কফোর্স কমিটির সদস্যগণ অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জসিম উদ্দিন নারায়ণগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের চলমান প্রক্রিয়াকে আরও বেগবান করার জন্য জেলার সরকারি অফিসসমূহে সেবা প্রদানের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জন্ম নিবন্ধন সনদ প্রদর্শন বা দাখিল বাধ্যতামূলক করার উপর তাগিদ দেন।  এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক করার উপর গুরুত্বারোপ করেন।