আজ বুধবার, ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাড়লে ধুমপান বাঁচবে সবার প্রাণ- আব্দুল হামিদ মিয়া

ছাড়লে ধুমপান বাঁচবে

ছাড়লে ধুমপান বাঁচবে

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ মিয়া বলেছেন, ছাড়লে ধুমপান বাঁচবে সবার প্রাণ। সময় থাকতে সকলকে ধুমপান ও তামাক সেবন করা থেকে বিরত থাকতে হবে। সুস্থ সুন্দর জীবনযাপন করতে হলে এখনই ধুমপান ও তামাক সেবন থেকে ফিরে আসা প্রয়োজন। সবাইকে প্রাণ বাঁচাতে আত্মসচেতন ও আইন মেনে চলা দরকার।
নারায়ণগঞ্জে স্বাস্থ্য শিক্ষা ব্যূরো ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় তামাকের ক্ষতিকর প্রভাব বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিভিল সার্জন ডা.এহসানূল হকের সভাপতিত্বে মঙ্গলবার (২৯ মে) সকাল ১০ টায় সার্কিট হাউজ মিলনায়তনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল হামিদ মিয়া আরও বলেন, ধুমপান ও তামাক মানুষের মুত্যু ঘটায় খুব সহজে। তামাক ও ধুমপানের বিষাক্ত ছোবল কোনো মানুষকে রেহাই দেয় না। ধুমপান ও তামাক আমাদের জন্য একটি অভিশাপ।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা.এহসানূল হক বলেন, বাংলাদেশে ধুমপায়ীর আনুমানিক সংখ্যা প্রায় ২ কোটি। ধূমপানের কারণে রোগ-ব্যাধি,পঙ্গুত্ব, উৎপাদনহীনতা ও মৃত্যু ঘটে। প্রতিবছর শুধুমাত্র সিগারেট ক্রয়ে দেশজ উৎপাদনের (জিডিপি) ১ভাগ, বিড়ি ক্রয়ে দশমিক ৪ ভাগ ব্যয় হয়। ধূমপানের এ ভয়াবহ অবস্থা থেকে সকলকে মুক্তির পথ খুঁজতে হবে। বাঁচতে হবে এবং বাঁচাতে হবে সবার সবার অমূল্য জীবনকে। ধূমপান ত্যাগে ব্যক্তির ইচ্ছা শক্তিই যথেষ্ট। ধূমপান ছেড়ে দিয়ে এ কথাটি সবাইকে জানিয়ে দেয়া, অধুমপায়ীদের সাথে বন্ধুত্ব গড়া, মৌসুমী ফল খাওয়ার অভ্যাস করা, যখনই ধুমপানের ইচ্ছা জাগবে তখন সুন্দর কোন স্মৃতি মনে করার মাধ্যমে ধূমপান থেকে বিরত থাকা সহজ হতে পারে। ধূমপান ও তামাক মানুষের জীবনকে নষ্ট করে দেয়।
সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা.একেএম মেহেদী হাসানের সঞ্চালনায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন নারায়ণগঞ্জ ১ শ’ শয্যা জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আরএমও ডা.আসাদুজ্জামান। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক।
সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ অঞ্চল) মো.শরফুদ্দীন, প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিন, এনডিসি জ্যোতি বিকাশ, সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকতা শাকির হোসেন, লুৎফর রহমানসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।