আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদ সভা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগ‌ঞ্জের কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপুর উপর ভু‌মিদস্যু ও সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি ) বিকা‌লে প‌শ্চিমগাঁও সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় মা‌ঠে বি‌ক্ষোভ মি‌ছিল ও প্র‌তিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়। সভার আয়োজন করে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠন। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: জায়েদ আলীর সভাপতিত্বে ও অ‌াওয়ামী লীগ নেতা মোহাম্মদ হেলাল উ‌দ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেলনগর ( প্রস্তাবিত) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: বজলুর রহমান, রূপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, উপ‌জেলা যুবম‌হিলা লী‌গের সাধারন সম্পাদক সে‌লিনা আক্তার রিতা,কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবলী‌গের সভাপ‌তি আ‌শিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রা‌সেল , কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন যুবমহিলা লী‌গের সভাপ‌তি শারমীন আক্তার, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপু।

সভায় বক্তারা বলেন, যারা কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপুর উপর হামলা চালিয়ে তার মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা ভূমিদস্যু সন্ত্রাসী। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। প্রশাসন ওই সন্ত্রাসীদের গ্রেফতার না করলে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ , মহিলা লীগ – যুব মহিলা লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না । রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবে ভূমিদস্যু সন্ত্রাসীদের বিরুদ্ধে। তাই প্রশাসনের কাছে অনুরোধ আপনারা হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন।

বক্তারা আরও বলেন, কায়েতপাড়ার মাটি গাজী সাহেবের ঘাটি। এই মাটিতে কোনো চাঁদাবাজ- ভূমিদস্যু ও সন্ত্রাসীদের স্থান হবে না।

এসময় উপস্থিত ছিলেন,কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল খন্দকার জয়, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ম‌হিলালী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন স্বেচ্ছা‌সেবকলী‌গের সাধারন সম্পাদক আবু বকর সি‌দ্দিক, কায়েতপাড়া ইউনিয়ন যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক মলী আক্তার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি ডঃ আনোয়ার সাধারণ সম্পাদক আবিদ হাসান চানমিয়া, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি তারেক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরাফাত , সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুব মহিলা লীগ সভাপতি নাজমিন সুলতানা , সাধারণ সম্পাদক সাকিলা আক্তারসহ অনেকে।

সর্বশেষ সংবাদ