আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটলেন পাপ্পা গাজী

নবকুমার:

রূপগঞ্জে ছাত্রলীগের ৭১ তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। শনিবার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটেন। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল শিকদার, সাবেক প্রচার সম্পাদক রিয়াজ, সাবেক ছাত্রনেতা সাইদ সোহেল, ছাত্রলীগ নেতা মাছুম, আওলাদ, মইন,নজরুল,শ্যামল ,হামজালা, আব্দুল্লাহ, তুহিন, সোহাগ প্রমুখ।

উল্লেখ্য ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করে। আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশাফুলের মৃত্যুতে এবারের ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পিছিয়ে দেয়া হয়।