আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের ঈদ উপহার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলায় করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া পাঁচ শতাধিক অসহায়, দুস্থ মানুষের মাঝে ঈদবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ নজরুল ইসলাম বাবু সার্বিক তত্ত্বাবধানে এসব প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন সংগঠনটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
করোনা মহামারির কারণে খাদ্য সংকটে থাকা মানুষদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সবজি সহ নানা ধরনের খাদ্য সামগ্রী, শাড়ি ও নগদ অর্থ দেন ছাত্রলীগ ।

এ সময় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সারাদেশে অসহায় দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে ছাত্রলীগ। এছাড়া কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ছাত্রলীগের এসব কার্যক্রম করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রলীগের এই শীর্ষ নেতা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল ইসলাম আজিজ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, উপ-সম্পাদক আব্দুল জব্বার রাজ, রিয়াদ হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।