ইয়াবা ব্যবসায়িকে ধরে পুলিশে দিলেন চেয়ারম্যান আলী হোসেন
রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- ২ ইয়াবা ব্যবসায়ি ও তাদেরকে বহনকারী রিকসা চালককে ধরে পুলিশে সোপর্দ করলেন আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়া। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার দড়িসিঙ্গারপুর এলাকা থেকে তাদেরকে ধরে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, দড়িসিঙ্গারপুর ব্রীজের উপর একটি রিকসায় বসে এলাকার বখাটেদের কাছে ইয়াবা বিক্রি করছিল উপজেলার বার আনি গ্রামের হেকিম মোল্লার ছেলে ইয়াবা ব্যবসায়ি মানিক (৩৫), রামচন্দ্রী গ্রামের মৃত: মঙ্গল মিয়ার ছেলে মোজাফফর হোসেন (৪২)। এ সময় সংবাদ পেয়ে হাইজাদী ইউপির চেয়ারম্যান মোঃ আলী হোসেন ভূঁইয়া লোকজন নিয়ে এসে রিকসা চালক রামচন্দ্রদী গ্রামের এজু মিয়ার ছেলে ইসমাইলকে সহ ৩ জনকে ৯০ পিস ইয়াবা সহ ধরে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেন। আড়াইহাজার থানার এস আই মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।