আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চুল উপড়ে গেলো নারী শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে মাসুদা (৩৫) নামে এক নারী শ্রমিকের মাথার চুল মেশিনের সঙ্গে পেঁচিয়ে পুরো অংশ উপড়ে পড়েছে। তিনি স্থানীয় গোপালদী গাজীপুরা এলাকার আব্দুল আজিজের স্ত্রী বলে জানা গেছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। শনিবার বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতের বোন রাশিদা আক্তার বলেন, গোপালদী গাজীপুরা এলাকায় আবু ছিদ্দিকের টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করছিলেন। হঠ্যাৎ অসাবধানতা বসত মেশিনের সঙ্গে তার চুল পেঁচিয়ে যায়। এক পর্যায়ে মাথার চুলের পুরো অংশ মেশিনের ভিতরে চলে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা আশঙ্কা জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করার খবর পাওয়া যায়নি।