রূপগঞ্জে চুরি করে ধরা পড়েছে আরিফ হোসেন। রোববার (৯ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার গাউছিয়া সেনেটারি মার্কেটের নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস নামক দোকান থেকে ব্যাটারি চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাকে জনগণ আটক করে। ধরা পড়ার পর উপস্থিত সবার কাছে আরিফ হোসেন তার নেতার নাম প্রকাশ করেছে । কিশোর চোর আরিফ (২০) হোসেন আড়াইহাজার উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের কৈরাবাজার এলাকার মৃত আজগর আলীর ছেলে।
আরিফ হোসেন জানান, তার সাথে আরো দুই জন রয়েছে। তারা হলেন, আড়াইহাজার উপজেলার দুপ্তরা এলাকার কালু (২২) ও কবির(২৪)। তারা তিনজন জাকির মিস্ত্রীর আন্ডারে কাজ করেন ।
সে আরো জানান, চুরিকৃত সকল মালামাল জাকির মিস্ত্রীর কাছে দেয়া হয়। জাকির মিস্ত্রীর দোকান গোলাকান্দাইল ভূলতা পাম্পের পাশে। পরে কিশোর চোর আরিফকে পুলিশের হাতে সোপর্দ করেছে জনতা।
এ বিষয়ে জাকির মিস্ত্রী বলেন, আমি তাদেরকে চিনিনা।
ভূলতা পুলিশ ফাড়ির ইনচার্জ আজাহার আলী সংবাদচর্চাকে জানান, চুরির অপরাধে একজনকে আটক করা হয়েছে। কোনো অভিযোগ পাই নাই।
উল্লেখ্য আটক আরিফ হোসেনের একটি ভিডিও সংবাদচর্চা অফিসে এসেছে।