নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, নারায়ণগঞ্জ কে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হলে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লিখতে হবে । চুনো পুঁটি নয় আসল মাদকের গডফাদারদের নাম পত্রিকায় প্রকাশ করতে হবে।
শনিবার রূপগঞ্জ প্রেস ক্লাবে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দুর্নীতি মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি শেখ হাসিনার একজন যোদ্ধা হিসেবে বলতে চাই নারায়ণগঞ্জের মাটিতে কোন মাদক সন্ত্রাস চাঁদাবাজের স্থান হবে না। যে কোন মূল্যেই হোক নারায়ণগঞ্জ কে মাদক সন্ত্রাস মুক্ত করা হবে। সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন তাদের কে ছাড় দেয়া হবে না।
গোলাম দস্তগীর গাজী বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে । আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নিলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক, ইন্সপেক্টর শহিদুল আলম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেছাসেবকলীগ নেতা মোতাহার হোসেন নাদীম, দৈনিক যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মকবুল হোসেন, সাত্তার আলী সোহেল, সাধারন সম্পাদক খলিল শিকদার, জিএম সহিদ, এসএম শাহাদাত, নজরুল ইসলাম, নাজমুল হুদা, রাসেল আহমেদ প্রমূখ।