সংবাদচর্চা রিপোর্ট:
চাষাড়া শহীদ মিনার ও আশপাশের এলাকায় পরিচালনা করে ৬ জনকে অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, চাষাড়া ও আশপাশের এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট’র নির্দেশনায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার দায়ে ৬ জনকে ১১শ’ টাকা অর্থদন্ড করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।