আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চনপাড়ায় বই বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: স্বাস্থ্য বিধি মেনে রূপগঞ্জের চনপাড়ায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ শুরু হয়েছে। শুক্রবার ( ১ জানুয়ারি ) সকালে সেতুবন্ধন বিদ্যাপীঠ স্কুলে নতুন বই বিতরণের উদ্বোধন করেন সেতুবন্ধন বিদ্যাপীঠ স্কুলের সভাপতি ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান । এসময় উপস্থিত ছিলেন, বিদ্যাপীঠ স্কুলে প্রধান শিক্ষক কানিস ফাতেমা, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক।

চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বলেন, করোনার মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণ থেমে নেই। জাতি পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণে শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে।

তিনি বলেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক চনপাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছেন। তার চেষ্টায় চনপাড়া বদলে যাচ্ছে। বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মাদক- সন্ত্রাস দমন হচ্ছে। আমাদের শিক্ষার হার যত বাড়বে তত মাদকাসক্ত কমে আসবে।