সাইফুল সুমন
বৃষ্টির পর প্রচন্ড গরম। আশ্রয়হীণ নিন্ম আয়ের দিনমজুররা কর্মের আশায় শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দৌড়ে বেড়ায়। অনেকেই এই প্রচন্ড গরমে কাজ করতে করতে দিনের এক সময় ক্লান্ত হয়ে যে কোনো স্থানে বিশ্রাম নেয়। তবে আশ্রয়হীণ এসব লোকেরা অনেক সময় ভুলেই যায় তারা কোথায় বিশ্রাম নিচ্ছে। ঠিক তেমনি এক আশ্রয়হীন মধ্য বয়সি দিনমজুরের দেখা মিলে শহরের চানমাড়ি এলাকায়। এই বয়সেও শহরের বিভিন্ন স্থানে কর্মের আশার দৌড়ে বেড়ান তিনি। কাজের খোঁজে বিভিন্ন এলাকায় ঘুরে ক্লান্ত অবস্থায় নির্মানাধীন স্লাবের ভিতরে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পরেন সিরাজ।
প্রায় দুই ঘন্টা পর ঘুম ভাঙে বৃদ্ধ সিরাজের। পরে আশ্রয়হীণ মানুষটির সাথে কথা বলে জানা যায়, এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। ছেলে-মেয়েদের বিয়ে ও স্ত্রী মারা যাওয়ার পর বড় ভাইয়ের আশ্রয়ে ছিলেন। সিরাজ বলেন, ভাই মারা যাওয়ার পর ছেলে-মেয়েরা আমাকে রাস্তায় বের করে দেয়। আর কখনোই আমার খোঁজ নেয়নি। তার পরও আমি তো বাবা। তাই তো সব সময় চাই, আমার ছেলেমেয়েরা ভালো থাকুক, আরও বড় হোক। এমনিকরেই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কান্না বিজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন ৫৫ বছরের এই বৃদ্ধ। জীবনের এই সময় এসেও তার বিভিন্ন কাজ করে একমুঠো খাবার জোগার করতে হয়।