আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আদমজী ইপিজেডে সোয়াদ গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

গার্মেন্টস বন্ধ

গার্মেন্টস বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের একটি রপ্তানিমুখি গার্মেন্ট শ্রমিকদের পাওনাদি বুঝিয়ে না দিয়েই বন্ধ ঘোষনা করা হয়েছে। সোয়াদ গার্মেন্টস নামে প্রতিষ্ঠানকি কি কারণে বন্ধ ঘোষনা করা হলো তা শ্রমিকরা জানেনা বলে জানিয়েছেন।
গতকাল ১২ মে প্রতিষ্ঠানটির উপ মহা ব্যবস্থাপক রৌশন আলী খন্দকার লিটন স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে জানানো হয় আজ (১৩ মে) থেকে অনিবার্য কারণ বশতঃ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষনা করা হলো।
এবিষয়ে শ্রমিকরা জানান, আমাদের বেতন কবে পরিশোধ করবে? কে করবে? কোন বিষয় স্পষ্ট না করে এ কেমন নোটিশ? ঈদের আগে বেতন বোনাস সহ পূর্ববর্তী বকেয়া বেতন এবং গত ৪ বছরের ছুটির বকেয়া দ্রুত পরিশোধ করার সুনির্দিষ্ট নির্দেশনা দিতে হবে অন্যথায় শ্রমিকরা বৃহৎ আন্দোলনে যাওয়ার কথা জানান।